আলিয়া ভাট শুধু ভাল অভিনেত্রীই নন, ভাল সঙ্গীতশিল্পীও।
অভিনয়ের পাশাপাশি অবসরে কবিতা লেখেন বিদ্যা বালন।
সলমন খানের পেন্টিং গুণের কথা সর্বজন বিদিত।
রণবীর সিংয়ের প্রিয় হবি ব়্যাপ গান। ‘গলি বয়’ ছবিতে যার ঝলক পাওয়া গিয়েছে।
সোনাক্ষী সিনহাও খুব ভালো ছবি আঁকেন।
আয়ুষ্মান খুরানা যেমন দারুণ অভিনেতা, গানও করেন দুর্দান্ত। তাঁকে মাঝে-মধ্যেই স্টেজ শো করতে দেখা যায়।
পরিণীতি চোপড়াও অভিনয়ের পাশাপাশি নিজের সঙ্গীতচর্চ্চায় মন দেন সবসময়।
অনুষ্কা শর্মা প্রিয় হবি গার্ডেনিং। তাঁকে বিরাট কোহলির সঙ্গে বৃক্ষরোপণ করতে প্রায়ই দেখা যায়।