ভারতে অ্যাপেল ম্যাকবুক এয়ার এম১- এর ক্ষেত্রে ব্যাপক ছাড় দেওয়া হচ্ছে।

ভারতে প্রায় ১৩ হাজার টাকা ছাড় রয়েছে অ্যাপেলের এই ল্যাপটপে। 

লঞ্চের সময় অ্যাপেল ম্যাকবুক এয়ার এম১ ল্যাপটপের দাম ছিল ৯২,৯০০ টাকা।

এইচডিএফসি ব্যাঙ্কের ক্যাশব্যাক অফার এবং ইনস্ট্যান্ট ডিসকাউন্ট একসঙ্গে করলে দেখা যাচ্ছে যে ম্যাকবুক এয়ার এম১ কেনা যাবে ৭৯,৫০০ টাকায়।

দ্য ইম্যাজিন স্টোর- অ্যাপেলের অফিশিয়াল রিসেলারের তরফে এই ছাড় প্রযোজ্য হয়েছে।