ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপ পরিমাপের ফিচার নিয়ে ২০২৪- এ আসতে চলেছে অ্যাপেল ওয়াচ।
২০২৪ সালে লঞ্চ হলেও ২০২৫ অর্থাৎ বছর তিনেকের আগে এই আধুনিক ফিচার যুক্ত অ্যাপেল ওয়াচ বাজারে আসবে না বলেই অনুমান করা হচ্ছে।
আপাতত কর্মীদের উপর এই ফিচারের ট্রায়াল দিয়ে দেখছেন অ্যাপেল কর্তৃপক্ষ।
অ্যাপেল ওয়াচে এই নতুন ফিচার যুক্ত হলে নিঃসন্দেহে তা বিক্রি বাড়িয়ে দেবে।
বর্তমানে আপডেটেড সেনসর এবং সফটওয়্যার নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে অ্যাপেল সংস্থা।