1

প্রথমেই আয়ুষ্মান ভারত ওয়েবপেজে চলে যান। 

4

মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড দেওয়ার পর জেনারেট OTP বাটনে ক্লিক করুন।

2

আপনার মোবাইল নম্বরে একটি OTP আসবে, সেটি দিয়ে দিন। 

3

আপনার নাম, রাজ্য, রেশন কার্ড নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে দিন। 

আপনার পরিবারের কেউ যদি আয়ুষ্মান ভারত যোজনার যোগ্য হন, তাহলে আপনার নামটিও তালিকায় তলে আসবে।