চুল লম্বা, ঘন ও ঝলমলে হওয়া খুবই জরুরি।
যদি দিনের বেলা চুলের জন্য সময় না পান তবে আপনি রাতে চুলের যত্ন নিতে পারেন।
দিনের বেলা চুলে তেল লাগাতে প্রায়ই মানুষ পছন্দ করেন না। কিন্তু রাতে চুলে তেল লাগালে চুল মজবুত হয়।
রাতে তেল দিয়ে আপনার চুল ম্যাসাজ করুন এবং সকালে একটি হালকা শ্যাম্পু দিয়ে আপনার চুল ধুয়ে ফেলুন।
সারারাত সিরাম চুলে রাখলে চুলে যথেষ্ট পুষ্টি পাওয়া যায়। এতে চুলের আর্দ্রতা বজায় থাকে।
চুল নরম রাখতে ও উজ্জ্বল করতে রাতে সিরামের কয়েক ফোঁটা ব্যবহার করতে পারেন।