কলা খেয়ে খোসা ফেলে দেন? জানেন, ত্বকের খেয়াল রাখে এই কলার খোসা।
কলার খোসার মধ্যে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। এটি ত্বকের যত্ন নেয়।
নিয়মিত কলার খোসা মাখলে, এটি বলিরেখা দূর করতে সাহায্য করে।
যাঁরা বহুদিন ধরে ব্রণর সমস্যায় ভুগছেন, তাঁরা মুখে কলার খোসা লাগাতে পারেন।
এমনকী গরমে যদি চুলকানি হয়, তাহলেও আপনি কলার খোসা ব্যবহার করতে পারেন।
কলার খোসা আপনি সরাসরি ত্বকের উপর লাগিয়ে ঘষে পারেন।
এছাড়া কলার খোসা পেস্ট বানিয়ে ডিমের কুসুমের সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করতে পারেন।