গৃহশান্তি থেকে মনের শান্তি- সবই বজায় থাকে যদি বাড়ির এক কোণায় জ্বালিয়ে রাখেন সুগন্ধী মোমবাতি

আজকাল ক্যান্ডেল লাইটের চল আগের থেকে অনেকটাই বেড়েছে। এক্ষেত্রেও ব্যবহার করা হয় সেন্টেড ক্যান্ডেল

এমন অনেকেই আছেন যাঁদের সুগন্ধী ক্যান্ডেল না জ্বাললে ঘুম আসে না

তবে জানেন কি অতিরিক্ত সেন্টেড ক্যান্ডেল ব্যবহার করলে সেখান থেকে শরীরের ক্ষতি হতে পারে

সম্প্রতি বেশ কিছু সমীক্ষায় দেখা গিয়েছে মূত্রাশয়ের কোশের স্বাভাবিক বৃদ্ধি বন্ধ হয়ে যায় এই অতিরিক্ত সুগন্ধী ব্যবহার করলে

মোমবাতি, এয়ার ফ্রেশনার, মোমবাতি, সস্তা প্যারাফিনের তৈরি মোম, কৃত্রিম সুগন্ধি এগুলো যখন পোড়ানো হয় তখন সেখান থেকে কার্বন মনোক্সাইড তৈরি হয়।

এই কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, বেনজোপাইরিন এবং অন্যান্য যে সব উদ্বায়ী যৌগ নির্গত হয় মোমবাতি থেকে তা শরীরের জন্য খুবই খারাপ