25 August 2023

হিন্দুধর্মে ৩৩কোটি দেব-দেবী রয়েছে, তাই কী?

হিন্দুধর্মকে পুরাণ ও রহস্যের ভাণ্ডার বললে ভুল বলা হয় না। কারণ হিন্দুধর্ম সম্পর্কিত অনেক বিষয় রয়েছে যা এখনও অমীমাংসিত ও অলৌকিক। সেই নিয়ে এখনও চলছে গবেষণাও।

 কথিত আছে হিন্দু ধর্মে ৩৩ কোটি দেব-দেবী রয়েছে। এর পেছনে অন্যতম কারণ হল মানুষ কোটি শব্দের আভিধানিক অর্থ হল কোটি। এভাবে ৩৩ কোটি দেবতা থেকে ৩৩টি দেবতা উৎপন্ন হয়েছে।

তবুও মানুষ এই বিষয়ে বিভ্রান্তিতে রয়েই গিয়েছে। আসলে এই বিভ্রান্তির পেছনের কারণ হল কোটি শব্দের অর্থ বুঝতে ভুল করেন মানুষ। কোটি শব্দের দুটি অর্থ রয়েছে।

প্রথমটি 'দয়া' ও দ্বিতীয়টি হল 'কোটি'। অধিকাংশ মানুষ কোটি শব্দের একটাই অর্থ জানে আর তা হলো কোটি, সংখ্যার নিরিখে। কিন্ত আসল কথাটি কী?

এই প্রচলিত অর্থের কারণে, মানুষজন ৩৩ কোটি দেবতাকে ৩৩ টি দেবতা বোঝাতে ব্যবহার করা হয়। কিন্তু বাস্তবে এখানে কোটি শব্দের অর্থ প্রকারভেদ। মানে ৩৩ ধরনের দেবদেবী আছে।

৩৩ কোটি দেবতা আসলে কারা কারা?  আট বসু, ১১ রুদ্র, ১২ আদিত্য, ইন্দ্র ও প্রজাপতি অন্তর্ভুক্ত রয়েছে। অনেক জায়গায় ইন্দ্র ও প্রজাপতির পরিবর্তে দুই অশ্বিনীকুমারকে ৩৩ কোটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

৮টি বসুর নামগুলি জেনে রাখা ভালো। তাদের নাম হল- ১. আপ, ২. ধ্রুব, ৩.সোম, ৪. ধর, ৫. অনিল, ৬. পায়ু, ৭. প্রত্যুষ, ৮. প্রভাষ

১১টি রুদ্রের নামগুলিও জেনে রাখুন। তা হল, ১. মনু, ২. মনু, ৩. শিব, ৪. মাহাত, ৫. ঋতুধ্বজ, ৬. মহিনাস, ৭. উমতেরাস, ৮. কাল, ৯. বামদেব, ১০. ভাব, ১১. ধৃত-ধ্বজ

১২ আদিত্যের নামগুলিও জানুন এখানে। ১. অংশুমান, ২. আর্যমান, ৩. ইন্দ্র,  ৪. ত্বশতা, ৫. ধাতু, ৬. পর্জন্য, ৭. পুষা, ৮. ভাগা, ৯. মিত্র, ১১. বরুণ, ১১. বৈবস্বত, ১২. বিষ্ণু