ডিমে থাকা প্রোটিন এবং ফ্যাট আদতে শরীরের ওজন কমানোর জন্য বেশ উপকারী বলে মনে করেন পুষ্টিবিদরা
ডিমে রয়েছে ভিটামিন বি ১২, ভিটামিন বি ৬, কোলিন এবং ফোলেট। আদতে এই ধরনের উপাদান মানুষের মস্তিষ্কের জন্য খুব ভাল
ডিমে যে কোলেস্টেরল থাকে, তা আদতে গুড কোলেস্টেরল নামে পরিচিত। অর্থাৎ এতে শরীর ভালো থাকে
যদিও বহু মানুষের ধারণা ডিম খেলেই কোলেস্টেরল বাড়ে
তবে হার্টের সমস্যা থাকলে, কোলেস্টেরল থাকলে কিন্তু বেশি ডিম খাওয়া উচিত নয়। তবে ডিম খেলে অবশ্যই তা সিদ্ধ করে খাবেন। পোচ কিংবা ভাজা নয়
ডিমের মধ্যে ভাল পরিমাণে ভিটামিন ডি থাকায় তা আদতে শরীরের রোগ প্রতিরোধে সাহায্য করে