মাঘ মাসে মুলো খাচ্ছেন? উধাও হবে সুখ-শান্তি

শীতকাল মানেই টাটকা শাক-সবজি ও সুস্বাদু খাবার।

হিন্দু ধর্মে পুজো ও আচার-নিয়ম নিয়ে যেমন কিছু গুরুত্ব রয়েছে, তেমনি শাক-সবজি নিয়েও রয়েছে নানাবিধ রীতি।

ভাদ্রমাসে লাউ ও মাঘ মাসে মুলো খাওয়া নিষিদ্ধ। প্রবাদ রয়েছে, এই দুই সবজি খেলে নাকি বংশ নষ্ট হয়।

তবে এই প্রবাদে পিছনেও রয়েছে বেশ কিছু পৌরাণিক ও শাস্ত্রীয় ব্যাখ্যা।

এই দুই মাসে লাউ ও মুলোতে এক ধরণের জীবাণু বা ব্যাকটেরিয়া সৃষ্টি হয়।

যা মানুষের সুস্থ জীবনযাপনে নষ্ট করে দিতে পারে। বংশবিস্তারেও বাধার সৃষ্টি হতে থাকে।

অনেকেরই ধারণা, এই ২টি খাবার খেলে সন্তানের ক্ষতি হওয়ার প্রবল আশঙ্কা থাকে।