চোখে ড্রপ দেওয়ার সময় এই ভুলগুলো করছেন না তো?
চোখে ড্রপ ব্যবহারের আগে ভালো করে হাত ধুয়ে নেওয়া উচিত।
ড্রপের ক্যাপ খোলা হলে বোতলের গায়ে সেদিনের তারিখ লিখে রাখুন। কারণ একমাসের বেশি খোলা ড্রপ ব্যবহার করা উচিত নয়।
ড্রপ দেওয়ার পর অন্তত ১০ সেকেন্ড চোখ বন্ধ করে রাখা উচিত।
এক ফোঁটা করে ড্রপ দিলেই চলবে। তার বেশি দিলে চোখ বেয়ে গড়িয়ে পড়ে।
অয়েন্টমেন্ট ব্যবহারের অন্তত দুই ঘণ্টা পর আবার ড্রপ ব্যবহার করতে হয়।
চোখে ড্রপ দেওয়ারও একটি কৌশল রয়েছে। সেই কৌশল মেনেই চোখে ওষুধ দেওয়া উচিত।
সঠিক নিয়ম মেনে ড্রপ দিন। ডাক্তারের পরামর্শ অনুযায়ীই ড্রপ ব্যবহার করুন।
শিশুদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। চোখের সমস্যায় কখনওই নিজে থেকে ড্রপ দেবেন না।