অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নের মধ্যে দিয়ে প্রবাহিত কলোরাডো নদী
আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় জাম্বিয়ার জামবেজি নদী
অস্ট্রেলিয়ার নর্থ জনস্টোন নদীতে নামতে গেলে হেলিকপ্টারের সাহায্য় নিতে হয়।
দক্ষিণ আমেরিকার চিলির ফুটালেউফু নদীর গভীর নীল জলে ওয়াটার রাফ্টিং হল অন্যতম সেরা।
ওয়াটার রাফ্টিংয়ের রোমাঞ্চকর অনুভূতি নিতে যেতে পারেন ইতালির নোয়েস নদীতে।
তুরস্কের উত্তরপূর্বাঞ্চলের সুন্দর কাক্কার পাহাড়ের জঙ্গলের মধ্যে রয়েছে খরস্রোতা ক্রু নদী।