চাকরিক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (A.I.)-এর বড়সড় প্রভাব পড়তে চলেছে।

সারা বিশ্বে 30 কোটি মানুষের চাকরির উপর প্রভাব ফেলতে পারে AI।

তবে যে কাজগুলিতে প্রচুর শারীরিক শ্রম প্রয়োজন, সেগুলি কম প্রভাবিত হবে।

হংকং, ইজ়রায়েল, জাপান, সুইডেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি প্রভাব পড়বে।

তবে এখনই চিন, ভিয়েতনাম এবং ভারতের চাকরিক্ষেত্রে তেমন প্রভাব পড়বে না।

তবে AI-এর ব্যবহারে নতুন কাজের সুযোগ ও শ্রম উৎপাদনশীলতা বাড়তে পারে।

এটি বিশ্বব্যাপী GDP 7% পর্যন্ত বৃদ্ধি করতে পারে।