জ্যোতিষ শাস্ত্র মতে, হার্টকে সূর্যের সঙ্গে জড়িত। প্রতিদিন একটি তামার পাত্রে জল ভরে সূর্য দেবকে অর্ঘ্য নিবেদন করুন।

সমীক্ষা বলছে, প্রবীণদের তুলনায় যুবক-যুবতীদের মধ্যে হৃদরোগের সমস্যা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব বেশ কিছু কৌশলে। কোন কোন উপায়ে করবেন,জানুন

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, রবিবার শিবলিঙ্গের পুজো করার পর সূর্য দেবকে জল অর্পণ করুন। গায়ত্রী মন্ত্র জপ করুন।

ঘরে নিজের কাছে রাখুন succulents নামে একটি ক্যাকটাস জাতীয় গাছ। প্রতিদিন তাতে জল দিন।

জ্যোতিষ শাস্ত্র মতে, হার্টকে সূর্যের সঙ্গে জড়িত। প্রতিদিন একটি তামার পাত্রে জল ভরে সূর্য দেবকে অর্ঘ্য নিবেদন করুন।

"ওঁ ভূর্ভুবস্ব তত্‍সবিতুর্বরেণ্যং ভর্গোদেবস্য ধীমহি ধীয়ো য়ো নঃ প্রচোদয়াত্‍।"

প্রতিদিন সূর্যোদয়ের সময় ও সূর্যাস্তের আগে শঙ্খ বাজান। শাঁখ বাজানো স্বাস্থ্যের জন্য উপকারী। হৃদরোগীদের জন্য শঙ্খের ধ্বনি খুবই উপকারী।