বাস্তুশাস্ত্র অনুসারে, লবণ ও জলের প্রতিকার খুবই কার্যকরী একটি প্রতিকার।
ঘরে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তি দূর করতে খুব কার্যকর বলে মনে করা হয়।
ঘরে উপস্থিত নেতিবাচক শক্তিকে ধ্বংস করতে নুন জল ব্যবহার করুন।
বাড়ির ব্যাকটেরিয়া ও জীবাণু নাশেও কাজে লাগে।
একটি কাচের শিশিতে লবণ ভরে বিছানার মাথার কাছে রাখুন। শরীর ভাল থাকবে।
বাস্তুদোষ এড়াতে একটি কাচের পাত্রে লবণ মেখে ঘরের কোণে রাখুন। প্রতিমাসে পাল্টান।
যাঁরা
বাস্তুশাস্ত্র মানেন, তাঁরা এই উপায়ে লবনজল বাড়িতে ব্যবহার করতে পারেন, তা হলে মিলবে উপকার।
নুন জল খেলে শরীর থাকে ঠান্ডা ও হাইড্রেটেড।
আরও পড়ুন