বিয়ে করেই আথিয়া বললেন... শুরুটা হয়েছিল বছর চারেক আগেএক অনুষ্ঠানে দুজনের দেখাএরপর যা হয় প্রেম, বন্ধুত্ব...অবশেষে পূর্ণতা পেল সেই সম্পর্কবিয়ে করলেন আথিয়া-রাহুলবিয়ে করেই রাহুলকে প্রেমের বার্তা আথিয়ারলিখেছেন, 'তোমার আলোতে ভালবাসতে শিখলাম'