নতুন বাইক কেনার চিন্তাভাবনা করছেন? পুজোর আগে পকেটে টানও আছে? তার উপরে আবার মাইলেজও চাইছেন 65-70 কিলোমিটার? তাহলে এক্কেবারে ঠিক জায়গায় চলে এসেছেন আপনি।
এমনই পাঁচটি মোটরবাইকের সন্ধান আপনাদের দেব, যেগুলির দাম খুবই কম। পাশাপাশি সেগুলি আপনাকে 65 কিমি প্রতি লিটারেরও বেশি মাইলেজও দেবে। হিরো থেকে শুরু করে বাজাজের সেই বাইকগুলি সম্পর্কে জেনে নিন।
Hero HF 100 হল এই মুহূর্তে সবথেকে সস্তার বাইক, যার দাম মাত্র 59,108 টাকা (এক্স-শোরুম)। এই বাইকে রয়েছে 97.2 cc ইঞ্জিন। হিরোর এই মোটরসাইকেলটি 70 Kmpl মাইলেজ দিতে পারে।
এরপরেই তালিকায় আর একটি যে সস্তার বাইক রয়েছে, তার নাম Hero HF Deluxe। বাইকটির দাম এখন 61,620 টাকা। এতেও রয়েছে একটি 97.2 cc ইঞ্জিন। i3S স্টপ-স্টার্ট প্রযুক্তির এই বাইকটি 65 Kmpl মাইলেজ দিতে পারে।
TVS Sport বাইকটিরও দাম অত্যন্ত কম। মাত্র 59,431 টাকা খরচ করলেই এই মোটরসাইকেল ক্রয় করতে পারবেন আপনি। রয়েছে 109.7 cc ইঞ্জিন। এই টিভিএস বাইকটি 75 Kmpl পর্যন্ত মাইলেজ দিতে পারে।
পরের বাইকটি এই মুহূর্তের জনপ্রিয় একটি বাইক। সেই Honda Shine 100-র দাম দেশের বাজারে এখন 64,900 টাকা। মোটরসাইকেলটির হৃদয় হল একটি 99.7 cc ইঞ্জিন। সেল্ফ স্টার্ট এই বাইক 65 Kmpl মাইলেজ দিতে পারে।
Bajaj Platina 100ও খুব সস্তার একটি মোটরবাইক, যার দাম এখন 67,808 টাকা। এই বাজাজ বাইকে রয়েছে একটি 102 cc ইঞ্জিন। বাজাজ প্লাটিনার লেটেস্ট মডেলটি 75-80 kmpl-এর কাছাকাছি মাইলেজ দিতে সক্ষম।
সুতরাং বুঝতেই পারছেন, এই পাঁচটি বাইক কিনলে আপনি কত দিক থেকে উপকৃত হতে পারেন। প্রত্যেকটি বাইকের ইঞ্জিন বেশ ভাল, দাম বেশ কম এবং সেই জায়গায় ভাল মাইলেজও দিতে পারে হিরো, হন্ডা, টিভিএস বা বাজাজের বাইকগুলি।