18 October 2023
সবচেয়ে বেশি মাইলেজ দেয় এই 5 স্কুটার
রোজকার যাত্রা পথে স্কুটার যদি ভাল মাইলেজ না দেয়, তাহলে কি আর চলে। প্রেট্রলের যা আকাশ ছোঁয়া দাম। তাতে খরচ আরও বাড়ে।
তাই নতুন স্কুটার কেনার আগেই যদি তার মাইলেজের বিষয়ে ধারণা হয়ে যায়, তবে তার থেকে ভাল আর কী হতে পারে।
তাই আপনাকে মাইলেজের নিরিখে ভারতের সেরা 5টি স্কুটারের খোঁজ দেওয়া হবে। যাতে আপনাকে কেনার পর আফসোস না করতে হয়।
Honda Activa 6G লিটার প্রতি প্রায় 60 কিমি রাস্তা যাওয়ার ক্ষমতা রাখে। দাম শুরু হচ্ছে 78,269 টাকা থেকে (এক্স শোরুম)।
Yamaha Fascino Hybrid 125 প্রতি লিটার পেট্রলে প্রায় 68.75 কিমি যেতে পারে। দাম 82,530 টাকা থেকে শুরু (এক্স শোরুম)।
Yamaha RayZR 125 মোটামুটি ভাবে 66 কিমি/লিটার মাইলেজ দিতে পারে। দাম শুরু হচ্ছে 85,530 টাকা থেকে (এক্স-শোরুম)।
Suzuki Access 125 প্রতি লিটার পেট্রলে প্রায় 64 কিমি রাস্তা যেতে পারে। এর দাম দাম 82,361 টাকা থেকে 92,461 টাকার মধ্যে (এক্স শোরুম)।
TVS Jupiter-এর মাইলেজ প্রায় 62 কিমি/লিটার। স্কুটারটির প্রচুর ভ্যারিয়েন্ট আছে এবং দাম 76,939 টাকা থেকে শুরু (এক্স শোরুম)।
আরও পড়ুন