4 November 2023

ফুল চার্জে 158 কিমি পাড়ি দেবে Ather 450X HR

ইলেকট্রিক স্কুটার কেনার প্ল্যান করলে, সবার প্রথমেই যে বিষয়টি মাথায় আসে, তা হল পছন্দের মডেলটির রেঞ্জ।

রেঞ্জ কত হবে বা ফুল চার্জে কতটা যেতে পারবে সে বিষয়ে প্রথমেই নজর রাখতে হয়। রেঞ্জ যত বেশি, তার চাহিদাও চত বেশি।

দেশের অন্যতম বৃহত্তম ই-স্কুটার নির্মাতা Ather Energy সেই একটি হাই-রেঞ্জ ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে।

আসন্ন ইলেকট্রিক স্কুটার নাম Ather 450X HR। সম্প্রতি এক ফাঁস হওয়া তথ্য থেকে মডেলটির রেঞ্জ ও স্পেসিফিকেশন জানা গিয়েছে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী,  450X HR-এ একটি 3.66 কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক থাকবে, যা ফুল চার্জে 158 কিমি পথ যেতে পারবে।

450X HR-এ দেওয়া ইলেকট্রিক মোটরটি 450X-এর মতোই 6.4 কিলোওয়াট শক্তি উৎপাদন করবে বলেই ফাঁস হওয়া তথ্যে জানা গিয়েছে।

এছাড়াও বৈদ্যুতিক স্কুটারটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং হুইলবেস হবে যথাক্রমে 1,837 মিমি, 739 মিমি, 1,114 মিমি ও 1,296 মিমি।

হাই রেঞ্জ হওয়ার কারণে আপকামিং মডেলটির দাম 450S, 450X ও 450X-এর তুলনায় বেশি হবে। তবে কোম্পানির তরফে এখনও কিছু জানানো হয়নি।