জুলাই মাসে BMW Motorrad বিশ্ববাজারে CE 02 নামক একটি ইলেকট্রিক স্কুটার নিয়ে আসে। এবার সেই অল-ইলেকট্রিক মোপেড ভারতের বাজারে আসতে চলেছে।
সম্প্রতি দেশের রাস্তায় এই ইলেকট্রিক মোপেডটি পরীক্ষা করতে দেখা গিয়েছে। সেই টেস্টিংয়ের একটি ছবি প্রকাশ্যে এসেছে, যা থেকে BMW CE 02 মপেডের ভারতে লঞ্চ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
সাম্প্রতিক তম স্পাই ইমেজগুলি থেকে দুটি প্রোটোটাইপ নজরে এসেছে, যাদের লাল নম্বর প্লেট দেখা গিয়েছে। সেখান থেকেই মনে করা হচ্ছে, এগুলি টেস্ট মিউলের।
ব্যাটারি চালিত এই ইলেকট্রিক মপেডের যে ছবিগুলি ফাঁস হয়েছে, সেগুলি তোলা হয়েছে কর্ণাটকের শ্রীনগেরিতে। নম্বর প্লেটে ই-স্কুটারের রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যগুলিও জানা গিয়েছে।
CE 02 আখেরে একটি গ্লোবাল মডেল। BMW এবং TVS যৌথভাবে এই ব্যাটারি চালিত স্কুটারটি ডেভেলপ করেছে। মনে করা হচ্ছে, তামিলনাড়ুর হোসূরে টিভিএসের প্ল্যান্টে তৈরি হবে ভারতীয় মডেলগুলি।
প্রাথমিক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মার্কেটের জন্য BMW তার এই CE 02 ইলেকট্রিক স্কুটারটি ডেভেলপ করেছিল। প্রিমিয়াম প্রোডাক্ট হিসেবেই মডেলটি নিয়ে আসা হয়েছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রে এই BMW CE 02-এর দাম 7,500–8,500 মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 6-7 লাখ টাকা। এখন এই দামে কোনও ইলেকট্রিক স্কুটারের ভারতের বাজারে লঞ্চ করা, ব্যবসা করা সত্যিই মুশকিল।
BMW CE 02 মপেডের মোট দুটি কনফিগারেশনের মডেল রয়েছে- সিঙ্গেল বা ডুয়াল লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। এদের প্রতিটিরই ক্যাপাসিটি 2kWh।
সিঙ্গেল লিথিয়াম আয়ন ব্যাটারি মডেলের ওজন 119Kg, এক চার্জে 45 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। স্কুটারের সর্বাধিক গতি 45 kmph।