08 December 2023
25,000 টাকার মধ্যেই কিনুন এসব বাইক
credit: instagram
TV9 Bangla
আপনি সামান্য একটু টাকা বাঁচিয়েই নিজের জন্য কিনে ফেলতে পারবেন একটি দুর্দান্ত বাইক। চলুন দেখে নেওয়া যাক।
Hero Xtreme এবং TVS Sport-এর মতো মডেলগুলি শুধুমাত্র 30,000 টাকার মধ্যে পাওয়া যায়। ভাবছেন তো কীভাবে সম্ভব?
সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রির সাইট ‘Bikedekho’-র মতে, এই রেঞ্জে Hero, Bajaj এবং TVS-এর অনেক মডেল কেনা যাবে।
তবে চলুন বিস্তারিত দেখে নিন। কীভাবে আপনি মাত্র 30,000 টাকা দিয়েই একটি বাইক বাড়ি নিয়ে আসতে পারবেন।
Bajaj Discover 150 S বাইকটি মাত্র 20,000 টাকার অফারে কেনা যাবে। এই বাইকটি 144.8cc ইঞ্জিন দ্বারা চলে এবং 72 Kmpl এর মাইলেজ দেয়।
Yamaha-এর 2008 Gladiator RS মডেলও 20,000 টাকা দিয়ে কেনা যাবে। 56,000 কিলোমিটার চালিত এই বাইকটি 123.7 cc ইঞ্জিন এবং 67 kmpl এর মাইলেজ দেয়।
Bajaj Pulsar 180-ও আপনি অনেক কম দামে কিনে ফেলতে পারবেন। ABS ফিচার সহ এই বাইকটি একটি 2012 মডেলের, যার দাম 25,500 রাখা হয়েছে।
43,500 কিমি চলেছে। এই বাইকটিতে রয়েছে 178.6 সিসি ইঞ্জিন, ডাবল ডিস্ক ব্রেক এবং সিঙ্গেল চ্যানেল ABS আরও অনেক কিছু।
আরও পড়ুন