সস্তার এই ই-স্কুটার এক চার্জে ছুটবে 200km

28 September 2023

দেশে একের পর এক ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়ে চলেছে। কখনও কোনও নামজাদা কোম্পানি, কখনও আবার কোনও স্টার্ট-আপ নিয়ে আসছে দু'চাকা বিদ্যুচ্চালিত যানগুলি।

এবার Electric One নামের একটি স্টার্ট-আপ তাদের আর প্রথম বৈদ্যুতিক স্কুটারের সিরিজ়ের সঙ্গে ভারতীয়দের পরিচয় করাল। এই সিরিজ়ে রয়েছে মোট দুটি ইলেকট্রিক স্কুটার।

নতুন ইলেকট্রিক স্কুটার দুটির নাম E1 Astreo Pro এবং E1 Astro Pro 10। এদের দাম শুরু হচ্ছে 99,999 টাকা থেকে। মূলত, ভারতীয় চালকের চাহিদা মেটাতেই তৈরি করা হয়েছে স্কুটারটি।

দুটি ইলেকট্রিক স্কুটারেই দেওয়া হয়েছে শক্তিশালী 2400 ওয়াট মোটর, যা মাত্র 2.99 সেকেন্ডের মধ্যে 0-40 kmph-এ অ্যাক্সিলারেশন করতে পারে। স্কুটারের সর্বাধিক স্পিড 65 kmph।

E1 Astreo Pro এবং E1 Astro Pro 10 একচার্জে 200km রেঞ্জ দিতে পারে। গুজরাট, উত্তর প্রদেশর, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অসমে কোম্পানির শোরুমগুলিতে পাওয়া যাবে ইলেকট্রিক স্কুটার দুটি।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, দেশের আরও 20টি রাজ্যে এবং ভারত ও শ্রীলঙ্কা মিলিয়ে এখনও আরও 100টি Electric Once শোরুম খুলতে চলেছে, যার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

E1 Astreo Pro এবং E1 Astro Pro 10 দুটি ইলেকট্রিক স্কুটারের বুকিংই শুরু হয়ে গিয়েছে। আগ্রহী ক্রেতারা নিজেদের রাজ্যে Electric Once শোরুম থেকে এই ই-স্কুটার দুটির একটি ক্রয় করতে পারেন।

সংস্থাটি আরও জানিয়েছে, তাদের সমস্ত স্টোর থেকেই ক্রেতাদের পরিষেবা দেওয়া হবে এবং এক্সটেন্ডেড ওয়ারান্টি সাপোর্টও দেওয়া হবে। তার পাশাপাশিই আবার থাকছে কোনও প্রশ্ন ছাড়াই রিপ্লেসমেন্ট পলিসি।