দেশের সবথেকে বৃহত্তম বাইক প্রস্তুতকারক সংস্থা Hero Motocorp তাদের একাধিক বাইকের দাম বাড়াতে চলেছে। 3 অক্টোবরের পর থেকে হিরো মোটরসাইকেলগুলির দাম বাড়বে বলে জানা গিয়েছে।
29 সেপ্টেম্বর একটি প্রেস বিজ্ঞপ্তির জারি করে Hero Motocorp-এর তরফ থেকে বলা হয়েছে, মোটরসাইকেল ও স্কুটারের দাম 1% করে বাড়ানো হবে। এক্স-শোরুম, অন-রোড দুই ক্ষেত্রেই দাম বাড়ানো হচ্ছে।
পণ্যের প্রতিযোগিতা, মূল্যস্ফীতি এবং মার্কেট শেয়ারের কথা মাথায় রেখে এই দাম বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে হিরো মটোকর্প। প্রসঙ্গত, গত তিন মাসে এই নিয়ে দ্বিতীয় বার বাইক ও স্কুটারের দাম বাড়াচ্ছে সংস্থাটি।
এর আগে গত জুলাই মাসের 3 তারিখ দু-চাকা প্রস্তুতকারক সংস্থাটি তাদের বিভিন্ন স্কুটার ও বাইকের দাম 1.5% বাড়িয়েছিল। এখন আরও 1 শতাংশের বাড়ার ফলে তিন মাসে 2.5% দামি হল হিরোর বিভিন্ন বাইক ও স্কুটার।
গত অগস্ট মাসে সংস্থাটি সব মিলিয়ে 4.89 লাখ ইউনিট বাইক বিক্রি করেছিল। এই পরিসংখ্যানটাই গত পারে 4.63 লাখ ইউনিট ছিল। ফলে, চলতি বছরে অনেকটাই বৃদ্ধি হয়েছে।
জুন মাস শেষ হতেই হিরো মটোকর্পের লভ্যাংশ 825 কোটি টাকায় এসে দাঁড়িয়েছে। এই অঙ্কটাই আবার গত বছরের জুনের শেষে ছিল 625 কোটি টাকা। এদিকে কোম্পানির রেভিনিউ 4.5% বেড়ে 8,767 কোটি টাকা হয়েছে।
এখন আপনি যদি কোনও Hero স্কুটার বা মোটরসাইকেল কেনার চিন্তাভাবনা করেন, তাহলে এখনই সেরা সময়। কারণ, সোমবার রাত পোহালেই দামি হতে চলেছে সংস্থার স্কুটার ও বাইকগুলি।
সম্প্রতি Hero তার Karizma বাইকটিকে দেশের বাজারে ফিরিয়েছে। লঞ্চের কয়েক দিনের মধ্যেই সেই Hero Karizma XMR বাইকটি অত্যন্ত জনপ্রিয়তাও পেয়েছে। 210 cc স্পোর্টস মোটরসাইকেলে রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার্স।