HOP Electric তার LEO এবং LYD এই দুই স্কুটারে ফেস্টিভ অফার দিচ্ছে। গণেশ চতুর্থী উপলক্ষে এই দুই ইলেকট্রিক স্কুটারে দেওয়া হচ্ছে ব্যাপক ছাড়। কত টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন, কত দিন পাবেন, জেনে নিন।
ইলেকট্রিক টু-হুইলার প্রস্তুতকারক সংস্থাটি তার HOP LEO ই-স্কুটারে 4,100 টাকার ডিসকাউন্ট দিচ্ছে। অন্য দিকে HOP LYF ইলেকট্রিক স্কুটারে পাওয়া যাবে 3,100 টাকার ছাড়।
এই ডিসকাউন্টের মধ্যে দিয়ে উৎসবের মরশুমে বিক্রিবাট্টায় জোয়ার আনতে চাইছে HOP Electric। তার পাশাপাশিই আবার গ্রিন মোবিলিটি নিয়ে মানুষের মধ্যে উন্মাদনার তৈরি করতেও চায় সংস্থাটি।
HOP ইলেকট্রিকের এই দুটি স্কুটারই 125 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। দুটি ই-স্কুটারে রয়েছে 72V আর্কিটেকচার। হাই পারফরম্যান্স মোটর রয়েছে। স্কুটার দ্বয়ের লোডিং ক্যাপাসিটি 180 Kg।
দুটি ইলেকট্রিক স্কুটারেই 19.5 লিটারের বুট স্পেস রয়েছে। কানেক্টিং ফিচার্সের মধ্যে রয়েছে ইন্টারনেট, জিপিএস এবং কানেক্টিভিটির জন্য GPS ও মোবাইল অ্যাপ দেওয়া হয়েছে HOP Electric-এর এই দুই মডেলে।
পার্ক অ্যাসিস্ট ও 5 Kmph পর্যন্ত রিভার্স গিয়ার দেওয়া হয়েছে ইলেকট্রিক স্কুটার দুটিতে। সেই সঙ্গেই আবার রয়েছে সাইড স্ট্যান্ড সেন্সর, তিনটি রাইড মোড। LED কনসোল রয়েছে এবং USB চার্জিং সাপোর্ট করবে।
ডুয়াল ডিস্ক ব্রেকও পেয়েছে দুটি ই-স্কুটারই, থাকছে রিমোট কীয়ের অপশন। গণেশ চতুর্থী শেষ হয়ে গেলেও এই দুটি বিদ্যুচ্চালিত স্কুটারে আকর্ষণীয় এই অফারটি এখনও মিলছে।
Ola Electric-ও তার S1 রেঞ্জের স্কুটারের উপরে অফার দিচ্ছিল। S1 ও S1 Air এই দুই স্কুটারেই 20 সেপ্টেম্বর পর্যন্ত 19,500 টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছিল। অফারটি এখন আর পাওয়া যাবে না।