দ্য বিস্ট: G-20 সম্মেলন ঘুরে গেল বিশ্বের 'নিরাপদতম' গাড়ি!

10 September 2023

জাঁকজমক করে দেশে আয়োজিত হয়ে গেল G20 সম্মেলন, যেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রনেতারা। শনিবার, 9 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে রবিবার, 10 সেপ্টেম্বর পর্যন্ত দুই দিন ব্যাপী চলল এবারের সম্মেলন।

আর এই G20 সম্মেলনেই ভারত ঘুরে গেল বিশ্বের সবথেকে নিরাপদতম গাড়ি, যার ডাকনাম 'দ্য বিস্ট' (The Beast)। এই গাড়ি ব্যবহার করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

2018 সালের সেপ্টেম্বর মাসে ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্সিয়ার স্টেট কার হিসেবে আত্মপ্রকাশ করে গাড়িটি। বিস্টের দাম ও বিশেষত্ব সম্পর্কে জানলে অবাক হবেন।

এই গাড়িটি তৈরি করেছে জেনারেল মোটর্সের ক্যাডিল্যাক ব্র্যান্ড। দ্য বিস্টের দাম এই মুহূর্তে 15.8 মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় 131 কোটি টাকা।

G20 সম্মেলন উপলক্ষে জো বাইডেনের ব্যবহারের জন্য গত তিন দিন ধরে দিল্লির বুক চিড়ে চলাফেরা করল বহুমূল্যের, নিরাপদতম দ্য বিস্ট গাড়িটি।

জো বাইডেন ব্যবহৃত এই বিস্ট গাড়িটি বুলেটপ্রুফ এবং ব্লাস্ট প্রতিরোধী। তার থেকেও বড় কথা হল, গাড়িটি অনায়াসে কেমিক্যাল অ্যাটাকও প্রতিরোধ করতে পারে।

দ্য বিস্টের ওজন প্রায় 9000 kgs, কিন্তু ফ্ল্যাট টায়ারে গাড়িটি 50 km পর্যন্ত দৌড়তে পারে। অনুপ্রবেশকারীদের রুখতে গাড়িটি তার দরজার হ্যান্ডেলগুলি ইলেকট্রিফাই করতে পারে।

তাছাড়াও চাকচিক্যবহুল গাড়িটি স্মোকস্ক্রিন বের করতে পারে এবং টিয়ার গ্যাস ছুঁড়তে পারে। পাম্প-অ্যাকশন শটগান, রকেট-পাওয়ার্ড গ্রেনেড, টিয়ার-গ্যাস গ্রেনেড ইত্যাদির সবকিছুই থাকে গাড়িটিতে।

গাড়িতে প্রেসিডেন্টের সিটটিতে থাকে স্যাটেলাইট ফোন, যাতে পেন্টাগনে ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়। এছাড়াও গাড়িটির নিরাপত্তাসংক্রান্ত একাধিক বৈশিষ্ট্য গোপন করে রাখা হয়, প্রেসিডেন্টের সুরক্ষার কথা ভেবে।