ইলেকট্রিক ভেহিকল প্রস্তুতকারক সংস্থা Komaki তার একটি চমৎকার ই-স্কুটার লঞ্চ করেছিল কয়েক মাস আগে। উৎসবের মরশুমে ডুয়াল ব্যাটারির সেই Komaki LY বৈদ্যুতিক স্কুটারের দাম অনেকটাই কমে গেল।
Komaki LY ইলেকট্রিক স্কুটারটি যখন লঞ্চ করা হয়েছিল, তখন তার দাম ছিল মাত্র 1,34,999 টাকা। অল্প সময়ের মধ্যেই অত্যন্ত জনপ্রিয়তা পাওয়া সেই বিদ্যুচ্চালিত স্কুটারের দাম এক ধাক্কায় 21,000 টাকা কমিয়ে দিল সংস্থাটি।
উৎসবের মরশুমের কথা মাথায় রেখে এই অফারটি নিয়ে আসা হয়েছে। স্বাভাবিক ভাবেই অল্প সময়ের জন্য অফারটি চালু থাকবে। 21,000 টাকা দাম কমার ফলে Komaki LY-এর দাম এখন 1,13,999 টাকা হয়ে গিয়েছে।
বিক্রিবাট্টায় জোয়ার আনতে এই অফারটি দেওয়া হচ্ছে। 62V32AH ডুয়াল ব্যাটারি রয়েছে স্কুটারটিতে। যে কোনও সময় এই ব্যাটারি খুলে নিয়ে চার্জ করা যেতে পারে। মাত্র 5 ঘণ্টায় স্কুটারটি সম্পূর্ণ ভাবে চার্জ করা যায়।
গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে এই ই-স্কুটারে রয়েছে TFT স্ক্রিন এবং অনবোর্ড নেভিগেশন, সাউন্ড সিস্টেম, ব্লুটুথ, কলিং অপশন-সহ অন্যান্য আরও রেডি টু রাইড অপশনস।
তিনটি গিয়ার মোড রয়েছে এই ই-স্কুটারের- ইকো, স্পোর্টস এবং টার্বো। মডেলটিতে রয়েছে LED ফ্রন্ট উইঙ্কার্স, 3000 ওয়াট হাব মোটরস/38 AMP কন্ট্রোলার্স, পার্কিং অ্যাসিস্ট, ক্রুজ় কন্ট্রোল, রিভার্স অ্যাসিস্ট।
ই-স্কুটারের দুটি ব্যাটারি একত্রে এক চার্জে 200 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। প্রত্যেকটি ব্যাটারি চার্জ প্রতি 85 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ গিতে পারে।
এই স্কুটারের সর্বাধিক স্পিড হল 55-60 কিলোমিটার প্রতি ঘণ্টা। এখন আপনি যদি পুজোর মধ্যে একটা ইলেকট্রিক স্কুটার ক্রয় করতে চান, তাহলে Komaki LY আপনার জন্য একটি দুর্দান্ত অপশন হতে পারে।