24 October 2023

বাইকে টিবেটিয়ান ফ্ল্যাগ লাগানোর কারণ কী?

টিবেটিয়ান ফ্ল্যাগ, বর্তমানে এটি ট্রেন্ডে পরিণত হয়েছে। বুঝতে পারছেন না তো, কীসের কথা বলা হচ্ছে? পাহাড়ে দেখা যায় রঙ-বেরঙের পতাকা।

বিশেষ করে যারা পাহাড়ের দিকে বাইক নিয়ে যান, তাঁদের মধ্যে 99 শতাংশ বাইকেই এই পতাকা দেখতে পাবেন। কিন্তু এর পিছনে কী কারণ লুকিয়ে তা অনেকেরই অজানা।

চারচাকা গাড়ি থেকে শুরু করে বাইক, সবেতেই দেখা যাচ্ছে এই ফ্ল্যাগ। দেখতেও বেশ সুন্দর লাগে। কিন্তু কেন লাগিয়েছেন বাইকে?

তবে বহু মানুষ আসলে জানেনই না, কেন এই পতাকা লাগানো হয়? তবে তার কি কোনও বিশেষ কারণ আছে? নাকি শুধুই ট্রেন্ড ফলো?

অনেকেই এই পতাকা দেখতে সুন্দর লাগে বলে বাইক বা গাড়িতে লাগান। তবে বৌদ্ধ ধর্মে এই পতাকার আলাদা মর্ম রয়েছে। এই পতাকা কখনওই মাটিতে রাখতে নেই।

এই টিবেটিয়ান ফ্ল্যাগ মধ্যে থাকা প্রতিটি রঙেরও আলাদা অর্থ রয়েছে। কোন রঙের কী অর্থ, চলুন জেনে নেওয়া যাক।

এই পতাকায় থাকা নীল রংয়ের অর্থ আকাশ। লাল রংয়ের অর্থ আগুন। হলুদ রংয়ের মানে পৃথিবী। সবুজ রংয়ের অর্থ জল।  সাদা রংয়ের অর্থ বাতাস।

ওম বৌদ্ধ ধর্মে একটি অতি পবিত্র শব্দ। মণি শব্দের অর্থ রত্ন। পদ্ম অর্থাৎ পদ্ম ফুল। হুম শব্দের অর্থ জ্ঞান।