সস্তার Ola S1X ই-স্কুটারের ছবি প্রকাশ সিইও-র

07 September 2023

সপ্তাহ খানেক আগেই বেঙ্গালুরুর ইলেকট্রিক ভেহিকল স্টার্ট-আপ Ola Electric তার নতুন মডেল Ola S1X লঞ্চ করেছে।

Ola-র S1 লাইনআপের সবথেকে সস্তার মডেলটি ইতিমধ্যেই বুকিংয়ে ঝড় তুলেছে। শীঘ্রই তার বুকিংও শুরু হতে চলেছে।

এর মধ্যেই আবার Ola Electric CEO ভাবিশ আগরওয়াল এই নতুন Ola S1X ইলেকট্রিক স্কুটার নিয়ে ছবি প্রকাশ করলেন।

ওলার ফিউচার ফ্যাক্টরি থেকে Ola S1X ইলেকট্রিক স্কুটারে বসেই ছবিগুলি তুলেছেন ভাবিশ। এই প্রথম স্কুটারটিতে চড়ে ছবি প্রকাশও করলেন ওলা সিইও।

টুইটার তথা X প্ল্যাটফর্মে মোট দুটি ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে তুলে ধরেছেন, এই স্কুটারের ডিজ়াইন কতটা চিত্তাকর্ষক।

এক্স মাধ্যমে তিনি লিখছেন, 'প্রথম S1X-এর অফ দ্য লাইন ছবি!! আমি মনে করি, এই ডিজ়াইন আমাদের সমস্ত S1 প্রোডাক্টের থেকে সেরা।'

ভাবিশ S1X ইলেকট্রিক স্কুটারের সঙ্গে যে ছবিগুলি প্রকাশ করেছেন, সেখানে তিনি ছাড়াও রয়েছেন তাঁর টিম মেম্বাররা। সাদা ও কালো রঙের মডেলটির একটি ছবিতে তিনি একা ও আর একটিতে তাঁর টিম মেম্বারেরা রয়েছেন।

Ola S1X ইলেকট্রিক স্কুটারটি ভারতে লঞ্চ করা হয়েছে মোট তিনটি ভ্যারিয়েন্টে, যার দাম শুরু হচ্ছে 89,999 টাকা থেকে।

এদের মধ্যে সাধারণ মডেলের দাম 89,999 টাকা, 3kWh ব্যাটারির S1X মডেলের দাম  99,999 টাকা এবং S1+ মডেলটির দাম 1,09,999 টাকা।