Royal Enfield Himalayan 3

27 October 2023

শীঘ্রই আসছে Royal Enfield Himalayan 452, দাম কত?

Royal Enfield Himalayan 2

লঞ্চের আর বেশিদিন বাকি নেই। শীঘ্রই বাজারে আসছে Royal Enfield Himalayan 452। আগামী 7 নভেম্বর ভারতের বাজারে পা রাখবে।

Royal Enfield Himalayan 5

এই ডুয়েল পারপাস অ্যাডভেঞ্চার বাইকটিতে ডিজাইন থেকে শুরু করে ফিচার, সমস্ত কিছুই নজরকাড়া। কোম্পানি আসন্ন মডেলটির একাধিক ছবি টিজ করেছে।

Royal Enfield Himalayan 8

আবার বাইকটির ইঞ্জিন স্পেসিফিকেশন সম্পর্কেও তথ্য সামনে এসেছে। সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত Himalayan 452-এর লেটেস্ট ভিডিয়োতে মডেলটিকে দেখা যাচ্ছে।

তবে এবার প্রশ্ন হচ্ছে বাইকটির দাম কত হবে? আর Royal Enfield Himalayan 452-এ কী কী বিশেষ ফিচার থাকবে? চলুন জেনে নেওয়া যাক।

Royal Enfield Himalayan 452 বাজারে হাজির হওয়ার পর KTM 390 Adventure ও আসন্ন Hero Xpulse 400-কে টেক্কা দিতে পারবেন কি না এখন সেটাই দেখার।

লঞ্চের দিন আনুষ্ঠানিকভাবে এর দাম ঘোষণা হবে ঠিকই, তবে তার আগে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এটি 2.85 লক্ষ টাকায় (এক্স-শোরুম) বাজারে আসবে।

রিপোর্ট অনুযায়ী, Royal Enfield Himalayan 452-এ একটি 851.65 সিসি, লিকুইড কুল্ড, 4-ভাল্ভ, DOHC ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

এটি থেকে 8,000 আরপিএম গতিতে সর্বোচ্চ 40 পিএস শক্তি এবং 40 থেকে 45 এনএম টর্ক উৎপন্ন হবে। সেই সঙ্গে এই নতুন বাইকে থাকবে 6-স্পিড গিয়ার।