নতুন বছরের আগে সেই স্টক ক্লিয়ার করতে বিরাট ডিসকাউন্ট অফার করছে টাটা। প্রি-ফেসলিফ্ট- Nexon EV Prime এবং Max-এ বর্তমানে সর্বাধিক 2.60 লাখ টাকা ছাড় পেয়ে যাবেন।
এবার এই অফার সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নিন। কতদিন থাকবে এই অফার? 31 ডিসেম্বর পর্যন্ত বৈধ এই অফারের আওতায় রয়েছে ক্যাশ ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ বোনাস।
তবে স্টক শেষ না হওয়া পর্যন্তই অফার চালু রাখার কথাও বলা হয়েছে। আগের প্রজন্মের নেক্সন ইভি প্রাইম সর্বোচ্চ 1.40 লাখ টাকা ক্যাশ ডিসকাউন্ট ও 50,000 টাকা এক্সচেঞ্জ বোনাস সমেত কেনা যাচ্ছে।
আবার নেক্সন ইভি ম্যাক্স-এ পাওয়া যাচ্ছে 2.10 লাখ টাকার ক্যাশ ডিসকাউন্ট এবং 50,000 টাকা এক্সচেঞ্জ বোনাস। নেক্সন-এর প্রাইম ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম 12-14 লাখ।
যেখানে ম্যাক্স ট্রিমের দাম পড়বে 13-16 লাখ টাকা (এক্স-শোরুম)। অন্যদিকে, নতুন লঞ্চ হওয়া নেক্সন ইভি ফেসলিফ্ট-কেও অফারের আওতায় আনা হয়েছে।
বাছাই করা কয়েকটি মডেলে পাওয়া যাচ্ছে সর্বাধিক 35,000 টাকার ছাড়। Nexon EV Facelift-এর মিডিয়াম-রেঞ্জ ও লং-রেঞ্জ ভ্যারিয়েন্টটের Fearless+ ও Fearless+ S ট্রিমে দেওয়া হচ্ছে 35,000 টাকা পর্যন্ত বেনিফিট।
Nexon EV Facelift-এর মিডিয়াম এবং লং রেঞ্জ ভ্যারিয়েন্টের দাম পড়বে 16 থেকে 19 লাখ টাকার মধ্যে। তবে অঞ্চল ও ডিলারশিপ অনুযায়ী দামের তফাৎ হতে পারে।
তবে কেনার আগে শোরুম থেকে অফারের প্রসঙ্গে সমস্ত কিছু ভাল করে জেনে নিয়ে তবেই কিনবেন। যাতে কেনার সময় সমস্যা না দেখা দেয়।