18 January 2024

ভারতে এল Tata Punch ইলেকট্রিক SUV

credit: istock

TV9 Bangla

Tata Motors একের পর এক গাড়ির বৈদ্যুতিক ভার্সন লঞ্চ করে চলেছে। এবার Punch EV নিয়ে এল কোম্পানিটি। দেশের সবচেয়ে সস্তা ইলেকট্রিক SUV হিসাবে এসেছে এই গাড়ি।

দাম 10.99 লক্ষ টাকা থেকে শুরু করে 14.49লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। ভ্যারিয়েন্ট চারটে- Smart, Adventure, Empowered ও Empowered+।

লঞ্চের আগেই পাঞ্চ ইভি-এর বুকিং চালু করেছিল কোম্পানি। এর জন্য লাগছে 21,000 টাকা। Punch EV হচ্ছে সংস্থার ইলেকট্রিক, আইসিই ও সিএনজি অপশনেও পাবেন।

এতদিন একমাত্র Tiago গাড়িটি আইসিই, সিএনজি ও ব্যাটারি ভ্যারিয়েন্টে ছিল। সেই তালিকায় এবার যুক্ত হল Tata Punch EV। আবার Nexon-এর পর Punch বর্তমানে সংস্থার দ্বিতীয় ইলেকট্রিক SUV।

টাটার দাবি, Punch EV mid-range মডেলটি সম্পূর্ণ চার্জে 315 কিলোমিটার পথ দৌড়াবে। যেখানে 35 কিলোওয়াট আওয়ার ব্যাটারি মডেলটি 421 কিলোমিটার রেঞ্জ দেয়।

দুই ধরনের চার্জিং অপশন মিলবে- 7.2 কিলোওয়াট ফাস্ট হোম চার্জার এবং 50 কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জার। দ্বিতীয়টিতে 10-80% চার্জ এক ঘন্টায় হয়ে যাবে।

Punch EV-তে এর আইসিই ও সিএনজি ভার্সনের তুলনায় অধিক ফিচার রয়েছে। এতে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে উপস্থিত ভেন্টিলেটেড ফ্রন্ট রো, লেদারেট সিট।

এছাড়াও রয়েছে এয়ার পিউরিফায়ার, 10.25 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম এবং সমান মাপের ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।