ভারতের ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালাতে পারবেন এই 5 দেশে
বিদেশ ভ্রমণ করবেন যাঁরা,তাঁদের ভিনদেশের রাস্তায় ড্রাইভিং করতে ইচ্ছে হবেই। স্বাভাবিক ভাবেই অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, ভারতের ড্রাইভিং লাইসেন্স কি অন্য কোনও দেশে চলবে?
শুনলে অবাক হবেন, অনেক দেশেই ভারতের ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করা হয়। সেরকমই পাঁচটি দেশের নাম আমরা আজকে জেনে নেব, যেখানে ভারতের ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনি নিশ্চিন্তে গাড়ি চালাতে পারবেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ রাজ্যই একজন ব্যক্তিকে ভারতীয় ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালানোর অনুমতি দেয়। তবে শর্ত থাকে যে, এটি ইংরেজিতে লেখা এবং বৈধ।
সেই DL-এর সঙ্গে একজনকে একটি I-94 ফর্ম বহন করতে হবে, যাতে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের তারিখ সম্পর্কিত বিশদ বিবরণ থাকবে। সে দেশে ভারতীয় ড্রাইভিং লাইসেন্স 1 বছরের জন্য বৈধ।
জার্মানিতে একজন ভারতীয়ের ড্রাইভিং লাইসেন্স 6 মাসের জন্য বৈধ এবং সেই DL জার্মান ভাষায় অনুবাদ করা থাকলে ভাল। যদিও তা বাধ্যতামূলক নয়।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, সাউথ অস্ট্রেলিয়া, ক্যাপিটাল রিজিয়ন এবং নর্দার্ন রিজিয়নে 3 মাসের জন্য ভারতের DL গ্রহণ করা হয়। শর্ত থাকে, তা যেন ইংরেজিতে হয়।
ব্রিটেনে একজন ভারতীয়ের ড্রাইভিং লাইসেন্স 1 বছরের জন্য বৈধ। সে দেশের সরকার ভারতীয় DLধারীকে শুধুমাত্র একটি নির্দিষ্ট শ্রেণি বা বিভাগের যানবাহন চালানোর অনুমতি দেয়।
কানাডা একজন ভারতীয় ড্রাইভিং লাইসেন্সধারীকে 60 দিনের জন্য গাড়ি চালানোর অনুমতি দেয়। তবে শর্ত থাকে যে, সেই ব্যক্তি কানাডায় প্রবেশের তারিখের মতো অতিরিক্ত নথিপত্র বহন করছেন।