গাড়ি কিনতে গেলে একাধিক বিষয়ে নজর রাখতে হয়। লুকের থেকেও বেশি জরুরি হয়ে যায় সেই গাড়ির মাইলেজ, আবার ফিচার্সের থেকেও অনেকে অগ্রাধিকার দেন সেই গাড়ির সিটের আরামের দিকটায়।
অনেক টাকা খরচ করে একটা গাড়ি কিনবেন, তার আরামের দিকটা যদি না দেখেন, তাহলে কী হয়! এমনই পাঁচটি গাড়ির নাম জেনে নিন, যাদের সিট কম্ফোর্ট নিয়ে আপনাকে ভাবতে হবে না।
সি-সেগমেন্টের সেডানে শুরুর সময় থেকে বেঞ্চমার্ক তৈরি করেছে Honda City। গাড়িটি চালিয়ে যেমন আরাম পাওয়া যায়, তেমনই আরামদায়ক তার সিট। হন্ডা সিটির দাম শুরু হচ্ছে 11.62 লাখ টাকা থেকে।
Honda Elevate গাড়িটি সদ্য লঞ্চ হয়েছে 10.99 লাখ দামে। হন্ডা সিটির সঙ্গেই প্ল্যাটফর্ম শেয়ার করছে গাড়িটি। সেই দিক থেকে দুটি গাড়ির সিট প্রায় একই রকম, আরামও একই রকম ভাবে উপভোগ করা যায়।
Tata Altroz গাড়িটি যে কেবলই চালিয়ে আরাম পাওয়া যায়, তাই নয়। চমৎকার সিটও রয়েছে গাড়িটিতে। কাছে হোক বা দূরে আপনার যাত্রা আরামদায়ক করে তোলে। গাড়িটির দাম শুরু হচ্ছে 6.60 লাখ টাকা থেকে।
Maruti Suzuki খুব ভাল জানে যে, বিভিন্ন রেঞ্জের গাড়িতে কীভাবে স্বস্তিদায়ক সিট তৈরি করা যায়। Baleno হল সেরকমই একটি গাড়ি। ব্যাপক আরামদায়ক এই গাড়িটির দাম শুরু হচ্ছে 6.61 লাখ টাকা থেকে।
এর ঠিক পরেই যে গাড়িটির নাম আসে, সেটি হল Mahindra XUV700। অত্যন্ত আরামদায়ক সিট রয়েছে এই মনোকক এসইউভিতে, যা লম্বা দূরত্ব কভার করা সহজ করে দেয়। এই গাড়ির দাম শুরু হচ্ছে 14.01 লাখ টাকা থেকে।
সেডান থেকে শুরু করে হ্যাচব্যাক, এসইউভি সব সেগমেন্টের গাড়িই রয়েছে তালিকায়। প্রতিটি গাড়িরই কম্ফোর্ট লেভেল পরীক্ষিত। তার থেকেও বড় কথা, কম দূরত্ব, বেশি দূরত্ব সবক্ষেত্রেই এরা সমানভাবে পারদর্শি।