আছে সানরুফ, 10 লাখে সেরা 5 SUV

02 September 2023

হুন্ডাই এক্সটার (Hyundai Exter) সানরুফ সহযোগে হুন্ডাই এক্সটার গাড়িটির সবথেকে সস্তার ভ্যারিয়েন্টের দাম মাত্র 8 লাখ টাকা। সেটি হল SX ভ্যারিয়েন্ট, যাতে 1.2 লিটারের Kappa NA পেট্রল ইঞ্জিন রয়েছে। 

টাটা পাঞ্চ (Tata Punch) টাটার মিনি এসইউভি পাঞ্চ গাড়িটিরও একটি সস্তার ভ্যারিয়েন্ট রয়েছে, যাতে সানরুফ দেওয়া হয়েছে। 8.25 লাখ টাকা দামের সেই গাড়িতে রিভট্রন 1.2 লিটারের NA পেট্রল ইঞ্জিন দেওয়া হয়েছে।

টাটা নেক্সন (Tata Nexon) তালিকায় আরও একটি গাড়ি রয়েছে টাটা মোটরসের। সেটি হল টাটা নেক্সন। গাড়িটির XM(S) ভ্যারিয়েন্টের দাম 9.60 লাখ টাকা, যাতে সানরুফ রয়েছে। রিভট্রন 1.2 লিটারের টার্বো পেট্রল ইঞ্জিন রয়েছে এতে। 

কিয়া সনেট (Kia Sonet) Kia Sonet HTK+ ভ্যারিয়েন্টটি এক্কেবারে নতুন, যাতে সানরুফ দেওয়া হয়েছে। 9.76 লাখ টাকা দামের এই ট্রিমে রয়েছে 1.2 লিটারের স্মার্টস্ট্রিম NA পেট্রল ইঞ্জিন। 

মাহিন্দ্রা এক্সইউভি 300 (Mahindra XUV 300) তালিকায় মাহিন্দ্রারও একটি গাড়ি রয়েছে, যার নাম মাহিন্দ্রা এক্সইউভি 300। জনপ্রিয় এই গাড়ির W4 ভ্যারিয়েন্টে সানরুফ দেওয়া হয়েছে। মডেলটির দাম 8.65 লাখ টাকা।

এখনও পর্যন্ত তালিকায় যে পাঁচটি গাড়ির নাম আপনি জানতে পেরেছেন, তার মধ্যে বেশির ভাগ মডেলের দামই এক্স-শোরুমের। অন-রোড প্রাইস সামান্য একটু বেশি।

অর্থাৎ এই গাড়িগুলি কিনতে আপনাকে আর কিছু টাকা বেশি খরচ করতে হতে পারে। কিছু ক্ষেত্রে সেই খরচের পরিমাণ 10 লাখ টাকাও ছাপিয়ে যেতে পারে।

আগামী কয়েক মাসের মধ্যে দেশের বাজারে আরও বেশ কিছু SUV চলে আসবে বাজেট সেগমেন্টেই। ছোট, বড় সবরকমের মিলিয়ে সেগুলিতেও থাকবে সানরুফ।