রোজকার জীবনে নানা উপায়ে পাতিলেবু ব্যবহার করা হয়।

কিন্তু কিছু ভুল রয়েছে, যা লেবুর রস ব্যবহারের সময় এড়াতে হয়।

খালি পেটে লেবুর রস এড়িয়ে চলুন। গ্যাস হতে পারে।

অতিরিক্ত পরিমাণে লেবুর রস খেলে দাঁতের এনামেল নষ্ট হয়ে যেতে পারে।

লেবুর জল ওজন কমায়, কিন্তু অতিরিক্ত পরিমাণে না খাওয়াই ভাল।

লেবুর রস খাওয়ার আগে বীজ অবশ্যই ফেলে দেবেন।

প্যাকেটজাত লেবুর জল এড়িয়ে চলুন। এতে চিনির পরিমাণ বেশি থাকে।

পিতলের বোতলে ভুলেও লেবুর রস বা লেবুর জল সংরক্ষণ করবেন না।

ত্বকের উপর সরাসরি লেবুর রস লাগাবেন না। জ্বালাভাব দেখা দিতে পারে।