মুঠো-মুঠো চুল উঠেছে? চুল বাড়ছে না? প্রাকৃতিক উপাদানের সাহায্য নিন।
এমন বেশ কিছু ভেষজ উপাদান রয়েছে, যার ব্যবহারে চুলের বৃদ্ধি ঘটতে পারে।
আমলকি হল সেই উপাদান, যা চুল ও স্ক্যাল্পের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী।
মেথি দানার পেস্ট চুল ও স্ক্যাল্পে লাগাতে পারেন। এতে চুলের বৃদ্ধি ঘটবে।
কারি পাতার তেল বানিয়ে চুলে লাগাতে পারেন। এতে চুলের সমস্যা কমবে।
চুল অ্যালোভেরা জেল মাখতে পারেন। এতে চুল ও স্ক্যাল্পের আর্দ্রতা বজায় থাকবে।
চুল পড়ার সমস্যায় ভুগলে আপনি ভৃঙ্গরাজের তেল ব্যবহার করতে পারেন।