ঠান্ডা পানীয়. আইসক্রিম, মিষ্টি খাবার, ডিপ ফ্রাই খাবার এবং ভারী খাবার খাবেন না
এই সময় দিনে ঘুমানো এবং গভীর রাত পর্যন্ত জেগে থাকা একদম চলবে না
ভাস্ত্রিকা, অনুলোমা ভিলোমা ও ভ্রমরী প্রাণায়াম প্রতিদিন দুবার করে মেনে চলুন
ঠান্ডা জলে স্নান করবেন না। গরম জল ব্যবহার করুন
আদা চা, হলুদ চা, লেবু চা ইত্যাদি খেতে পারেন। এটি আপনার গলায় আরাম দেবে