আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রান করা দ্বিতীয় এশিয়ান ক্রিকেটার হলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে ৫ ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে বাবর আজম এই রেকর্ড গড়েছেন।

পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজমের এই মাইলস্টোন স্পর্শ করতে লেগেছে ২৭৭টি ইনিংস।

পাক নেতা বাবর আজম কিউয়িদের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ৪৯ রান করেন। ৩টি চার ও ১টি ছয় রয়েছে এই ইনিংসে।

এখনও অবধি দেশের হয়ে ৯৬টি ওডিআই ম্যাচে খেলে ৪৮৬২ রান করেছেন বাবর আজম।

এশিয়ান ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রান করা ক্রিকেটারদের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রান করা প্রথম এশিয়ান ক্রিকেটার বিরাট কোহলি। ২৭৬ ইনিংসে বিরাট এই রেকর্ড গড়েছিলেন।

বাবর আজমের বিরাট রেকর্ড গড়া হল না। কারণ, এই রেকর্ড গড়তে বিরাটের থেকে একটি বেশি ম্যাচ খেলেছেন বাবর।