কলা শুধুমাত্র ক্যালোরি কম বা ফ্যাট-ফ্রি তাই নয়, এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। কলার উপকারিতাগুলি কী কী জানুন

কোলেস্টেরল নিয়ন্ত্রণ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ ইত্যাদির জন্য কলার স্বাস্থ্যকর বৈশিষ্ট্য রয়েছে।

কলা হল ভিটামিন সি-এর উৎস। এই পুষ্টি উপাদানটি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির দারুণ কার্যকরী।

ফাইবারের সমৃদ্ধ কলা প্রাথমিকভাবে জল দিয়ে তৈরি। তাই কলা সাধারণত হজম-বান্ধব ফল ।

রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে চান তবে কীভাবে জানেন না? তার জন্য নিয়মিত কলা খেতে পারেন।

কলা আপনি এমনি ফল হিসেবে গোটা খেতে পারেন। আবার স্মুদি তৈরি করেও খেতে পারেন। দুর্দান্ত স্ন্যাক্স হিসেবে কলা হল আদর্শ ফল।