খুব ভালো করে ঠাণ্ডা জলে গোবিন্দভোগ চাল ধুয়ে নিন
এরপর ভেজা চাল শুকিয়ে নিন কিছুক্ষণ
শুকিয়ে যাওয়া চালে ঘি, হলুদ, আধ চাচামচ নুন, গরম মশলার গুঁড়া ভালো করে মিশিয়ে নিন
এরপর একটি কড়াই গরম করে তাতে ১ টেবিল চামচ ঘি দিন
তাতে কাজু কিশমিশ দিয়ে নাড়তে থাকুন৷
সোনালি রং ধরলে তা নামিয়ে নিন
এবার কড়াইতে ঘি গরম করে ওর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, বাদাম, কিশমিশ, চিনি দিয়ে নেড়ে চাল দিন। ১৫ মিনিট পর জল দিন। ফুটে উঠলে ঘি ছড়িয়ে নামিয়ে নিন