সসপ্যানে জল দিয়ে এক মুঠো তুলসি পাতা ফেলে দিন।
জল ফুটে উঠলে আঁচ কমিয়ে আরও ১০ মিনিট ফোটান।
এরপর গ্যাস নিভিয়ে দিন। এতে যোগ করুন দু-চামচ লেবুর রস।
স্বাদ অনুযায়ী মধু মিশিয়ে পান করুন তুলসীর চা।
কয়েকদিনের মধ্যেই কমে যাবে আপনার খুশখুশে কাশির সমস্যা।