e
তেজ পাতার চা হজম ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি উন্নত করে মানসিক স্বাস্থ্য
এই চা ক্যান্সারের ঝুঁকি কমায় ও হার্টকে রাখে সুস্থ
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই তেজ পাতার চা তৈরি করুন বাড়িতেই
তেজ পাতা, দারুচিনি আর লেবু ও মধু দিয়ে তৈরি করুন তেজ পাতার চা
তেজপাতা ও দারুচিনি এক সঙ্গে ফুটিয়ে নিয়ে সেই জলে লেবুর রস ও মধু দিয়ে পান করুন