মেকআপ পণ্যের দাম অনেক। সবসময় হাতের কাছে থাকেও না সব সরঞ্জাম।

কাজকে সহজ করতে আপনি বিবি ক্রিম দিয়েই সম্পূর্ণ মেকআপ সেরে ফেলতে পারেন।

বিবি ক্রিম, কাজল আর লিপস্টিকেই আপনার লুক সম্পূর্ণ হতে পারে।

মেকআপের বেস তৈরি করুন বিবি ক্রিম দিয়ে। ফাউন্ডেশনের বদলে বিবি ক্রিম বেছে নিন।

ময়েশ্চারাইজার ও প্রাইমার লাগানোর পর মুখে ভাল করে বিবি ক্রিম মেখে নিন।

চোখের চারপাশের কালচে দাগ, মুখের দাগছোপ ঢাকতে কনসিলারের বদলে বিবি ক্রিম লাগান।

ব্লাশ শেষ? পছন্দের লিপস্টিকের সঙ্গে বিবি ক্রিম মিশিয়ে নিন। তৈরি ক্রিম ব্লাশ।

এই ক্রিম ব্লাশ আপনি গালের পাশাপাশি চোখেও লাগাতে পারেন।

তবে, বিবি ক্রিমের ব্যবহার শেষে অবশ্যই মুখে লুজ পাউডার লাগিয়ে নেবেন।