বহু মানুষই দামী ও ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে চান।

বাজেট বেশি না থাকায় পিছু হটতে হয় অনেককেই।

তবে এক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড ফোন কেনাই ভাল অপশন।

কিন্তু বেশিরভাগ সময়ই মানুষ সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় কিছু ভুল করে বসেন।

এখানে আপনাকে কিছু টিপস দেওয়া হল, যা থেকে আপনি সতর্ক হবেন।

ফোন যিনি বিক্রি করছেন, তাঁর সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ করবেন না।

কেনার আগে ফোনের পোর্টস এবং পার্টস ভাল করে চেক করুন। ইনভয়েস বিল নিতে একদম ভুলবেন না।

ফোনের IMEI Number আগে চেক করে নিন।