অ্যাপেলের নতুন ইয়ারবাডস লঞ্চ হয়েছে। কিছুদিন আগেই থার্ড জেনারেশন এয়ারপডস লঞ্চ করেছিল মার্কিন টেক জায়ান্ট অ্যাপেল। এবার লঞ্চ হয়েছে Beats Fit Pro।

Beats Black, Beats White, Sage Gray, Stone Purple— এই চারটি রঙে লঞ্চ হয়েছে Beats Fit Pro।

জানা গিয়েছে, Beats Fit Pro- এর দাম ১৯৯.৯৯ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ১৫ হাজার টাকা।

এই ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারফোনে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার।

এই ফোন IPX4 রেটেড ডিভাইস। অর্থাৎ জল এবং ঘামে রেসিসট্যান্ট বা ওয়াটার রেসিসট্যান্ট।