‘ভিসা অন অ্যারাইভাল’-এ ঘুরে নিন এই ৫টি দেশভারতীয়দের মধ্যে অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র হল মলদ্বীপ।জঙ্গলসাফারি ভালবাসলে ঘুরে আসতে পারেন তানজানিয়া।ইউরোপের আলবেনিয়াও ঘুরে নিতে পারেন ভিসা অন অ্যারাইভালে।ডেড সি-এর টানে ঘুরে নিতে পারেন জর্ডন।সার্বিয়াতেও পৌঁছনোর পর ভিসা পাবেন ভারতীয়রা।