সিমলা- পাহাড়ি জঙ্গল, ঐপনিবেশিক নিদর্শনে ভরপুর দেসের সুন্দর হিল স্টেশন প্রি-ওয়েডিংয়ের জন্য পারফেক্ট।
মুন্নার- গ্রীষ্মে মুন্নারের মত মনোরম ও অসাধারণ একটি জায়গায় প্রি-ওয়েডিংয়ের জন্য আদর্শ। ঢালু চা বাগান, অপূর্ব আবহাওয়া, হ্দ, জলপ্রপাত সবই রয়েছে।
স্পিতি: প্রাচীন মঠ, হিমালয়ের কোলে থাকা খোলা মাঠ, যে কোনও ছবিকেই পারফেক্ট করে তুলবে।
জুকোউ ভ্যালি- নাগাল্যান্ড এবং মণিপুরের সীমান্তে অবস্থিত অসাধারণ জায়গায় না গেলে মিস করবেন অনেক কিছু।
লাদাখ- অপূর্ব সৌন্দর্যে ভরা চাংথাং ভ্যালি, নুব্রা উপত্যকার মত জায়গাতে সিনেমার পর্দার মত শ্যুটিং করতে পারেন।