রয়্যাল স্টাইলে হোলির আনন্দ নিতে রাজস্থানের উদয়পুর হল সেরা জায়গা।
রঙিন উত্সবে মাতোয়ারা হতে আগ্রা চলে যান। ভাঙ, নাচ-গান-পার্টি, মিষ্টির সম্ভারে আপনি ঘুরে আসুন আগ্রায়।
রঙের খেলায় রামধুনর আকার নেয় দেশের এই পিঙ্ক সিটি। আবিরের খেলা রঙিন হতে চলে যান জয়পুরের গোবিন্দজী মন্দিরে।
হোলির মূল আকর্ষণ হল মথুরা ও বৃন্দাবন। বাঁকেবিহারি মন্দিরে আবির ও ফুলের হোলির উত্সব বিশ্ববিখ্যাত।
হোলিকা দহন থেকে শুরু করে হোলির উত্সব, সবকিছুর সঙ্গে মিশতে হলে ঘুরে আসুন পুস্করে।
হোলির এক অন্য রূপ দেখা যায় পশ্চিমবঙ্গে। বসন্ত উত্সবের মাধ্যমেই বাঙালিরা বরণ করে নেয় এই সুন্দর ঋতুকে।