দীপিকা পাড়ুকোনের ফিটনেস বরাবরই তাক লাগিয়ে দেয় ভক্তদের। সুস্থ থাকতে রোজদিন কী খান দীপিকা এই নিয়ে অনুরাগীদের মধ্যে কিন্তু কৌতূহলের অন্ত নেই
সময় পেলেই ব্যাডমিন্টন খেলেন প্রকাশ পাড়ুকোনের কন্যা। সেই সঙ্গে করেন শরীরচর্চাও
সম্প্রতি ইন্সটা রিলে নিজের প্রিয় ওয়াটার সিপার নিয়ে একটি মজাদার রিল শেয়ার করেছিলেন দীপিকা। সেখানেই 'পিকু'- অভিনেত্রী তাঁর ভক্তদের জিগ্গেস করেন আমার এই 'সিপারে'র নাম কী দেওয়া যেতে পারে
আর তাতেই কেউ বলেন ডিপ-সিপ আবার কেউ বলেন ডিপ্পি-সিপ্পি। রোজ সুস্থ থাকতে প্রচুর পরিমাণে জল খান দীপিকা
আর জলই হল তাঁর বিউটি সিক্রেট। এছাড়াও পছন্দের দক্ষিণি খাবারও রোজ থাকে তাঁর মেনুতে। লো ফ্যাট মিল্কের সঙ্গে ব্রেকফাস্টে খান উপমা, ইডলি বা ধোসা
এছাড়াও সারাদিনে প্রচুর পরিমাণে ফল সবজি স্যালাড খান তিনি