25 December 2023

হেঁশেলে ২ উপাদানে ব্ল্যাকহেডস উধাও 

credit: istock

TV9 Bangla

শীতকাল এলেও তৈলাক্ত ত্বকের সমস্যা কমে না। রোমকূপে ময়লা, তেল জমতে থাকে। নাক, থুতনিতে ব্ল্যাকহেডস বাড়তে থাকে।

প্রাথমিক অবস্থায় ব্ল্যাকহেডস বজায় যায় না। কিন্তু রোমকূপে মধ্যে ময়লা জমতে জমতে তা স্পষ্ট হয়ে ওঠে। তখন এটি সৌন্দর্যও নষ্ট করে।

ব্ল্যাকহেডস থেকে মুক্তি পেতে গেলে প্রতি মাসে ফেসিয়াল করানোর দরকার পড়ে না। নিয়মিত ত্বকের যত্ন নিলেই এর থেকে রেহাই মেলে।

আজকাল বাজারে ব্ল্যাকহেডস রিমুভাল স্ট্রিপ পাওয়া যায়। সেগুলো ব্যবহার করলে ব্ল্যাকহেডসের পাশাপাশি হোয়াইটহেডস পরিষ্কার হয়ে যায়। 

ব্ল্যাকহেডস থেকে মুক্তি পেতে আপনি হোমমেড স্ক্রাবও ব্যবহার করতে পারেন। ত্বক এক্সফোলিয়েট করলে ব্ল্যাকহেডস দূর হয়ে যায়। 

চিনি গুঁড়ো করে নিন। এতে নারকেল তেল মিশিয়ে ফেস স্ক্রাব বানিয়ে নিন। তারপর এটি নিয়ে হালকা হাতে মুখে ঘষতে থাকুন।

দু'মিনিট স্ক্রাব করার পর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেস স্ক্রাব ব্ল্যাকহেডসের সঙ্গে মৃত কোষও পরিষ্কার করে দেয়।

নারকেল তেল ত্বককে আর্দ্রতা জোগায়। এতে শীতকালে শুষ্ক ত্বকের সমস্যাও সহজেই এড়ানো যায়। এবং ত্বক উজ্জ্বল হয়ে ওঠে।